Skip to content

উৎসব – আহমেত কামাল

উৎসব
আহমেত কামাল

জল নাড়ছে
বিবাহিত হাঁস । ফুর্তি ফেটে পড়ছে,,
ছনক্ষেতে
হাতল উর্বরে।

কলাপাতায়
প্রসন্ন দুপুর, নদী নিয়ে কথা বলছে হাওয়ার সঙ্গে,,

এ- নদী পার হলে
আমিও আকাশে উড়িয়ে দিব ৯৯ চুমোর পরিধি।

মন্তব্য করুন