Skip to content

একাকীত্ব নিত্যানন্দ ব্যানার্জী

মহীনের ঘোড়াগুলি চরছে মাঠে একা ;
উপগ্রহের নতুন ঠিকানায়,
অসীমের মাঝে চিরচেনা সীমা রেখা ;
অবসাদে মন ছটফট করে হায় ।

কালের গণ্ডী পাকদণ্ডী বেয়ে ;
দুনিয়া হচ্ছে আবারও ক্ষুদ্রতর ,
তুমি আমি আর আমাদের সোনা মেয়ে ;
না চাইতে পেয়ে যাই ভুতের বরও ।

চটিজুতোটাও থাকে বন্দী হয়ে ;
ধূলো জমে গায় মোড়কের অন্দরে,
বুঝিনি কভু কতটা যাচ্ছি ক্ষয়ে ;
জমছে পাহাড় পাঁজরার খন্দরে ।

রয়েছি সবাই এত কাছাকাছি ; তবু,
আমাদের মাঝে আলোকবর্ষ দূর,
বোকাবাক্স মুঠোফোন হল প্রভু ;
কাকের গলায় শুনি কোকিলার সুর ।

খোলা জানালায় ঢুকে না চাঁদের আলো ;
দমকা বাতাস থমকে যায় দ্বারে,
মনে হয় যেন এই আছি বেশ ভালো ;
মুখ খুলে রাখি গহীন অন্ধকারে ।

স্বপ্নগুলোও চোরা কারবারি আজ ;
সুযোগ পেলেই বন্ধ করে ঝাঁপ,
মনগুলোও তো মস্ত তোলাবাজ ;
অযথাই আনে ভালুক জ্বরের কাঁপ !

ভুগছি সবাই একাকীত্বের জ্বালায় ;
বাদ পড়েনি বৃষ্টিভেজা কাকও ,
দংশাক কীট গলার ফুলমালায় ;
নিজেদের নিয়েই সকলে ব্যস্ত থাকো।

1 thought on “একাকীত্ব নিত্যানন্দ ব্যানার্জী”

মন্তব্য করুন