Skip to content

নজরুল – নিত্যানন্দ ব্যানার্জী

মধ্যাহ্নে প্রদীপ্তভানু ; রবিতে ভাস্বর,
সহসা গগনপ্রান্ত করি’ ঝলকিত,
দামামা উঠিল বাজি’ মেঘমন্দ্র স্বর,
বিদ্রোহী কন্ঠের ধ্বণি হইল রণিত ।

সাম্যবাদী মনুষ্যত্ব জ্ঞানের গহ্বরে,
লুক্কায়িত বিপ্লবের বাজে অগ্নিবীণা,
বিষের বাঁশীর সুর সে কর্ণকুহরে,
জাতিভেদ তত্ত্বকথা সচ্চরিত্রহীনা ।

বর্ণময় বিভেদের কূট রাজনীতি,
বর্তমানের সুসিদ্ধ আচরণবিধি,
তব কৃত সাম্যবাদ স্নেহময় প্রীতি,
জাতি আঁখিপাতে রবে স্মৃতিভরা নিধি।

ঐশ্বরীয় নজরানা নজরুল কবি,
উদিত মধ্যাহ্নকালে প্রত্যূষার রবি।

মন্তব্য করুন