Skip to content

ভুলতে কি পারতি ? – তন্ময় দে

আজ হয়তো সব শেষ হয়ে যেতে পারতো ……
যাই হোক হয়নি কিছু – ই শেষ ,
তাই মন দিয়েছে নির্দেশ ।।
শেষ করেও কি থাকতে‌ পারতি তুই ….
না থাকতে পারতাম আমি ,
সেটা ঠিকই আমি জানি ।।
ভুলতে কি পারতি ? ….
হাতে হাত ধরে হাঁটা সেই দিন ,
রোদের আলোয় তোর মুখ করছিল ঝিলমিল।।
ভুলতে কি পারতি ?….
আমার করা তোর শরীর – এ স্পর্শ ,
যা ছুয়ে আমার মন হয়েছিল স্মুগ্ধ ।।
ভুলতে কি পারতি ? ….
তোর কাধে রাখা আমার মাথা ,
যা মুক্ত করেছিল আমার শরীরের কতই না ব্যাথা ।।
হয়তো সবকিছু – ই ভুলতে পারতি তুই …..
পারতাম না আমি ,
তাই আমার কাছে তুই এতটাই দামী ।।

মন্তব্য করুন