কর্মজীবন শুরু মোদের
ফুল পাখিদের সাথে,
পড়ালেখা খেলাধুলা
শিখবে শ্রেণি মাঠে।
তোদের সাথে সারাটা দিন
কাটবে মোদের সুখে,
কচি মুখের কচি হাসি
লেপ্টে থাকে মুখে।
কর্মজীবন শুরু মোদের
ফুল পাখিদের সাথে,
পড়ালেখা খেলাধুলা
শিখবে শ্রেণি মাঠে।
তোদের সাথে সারাটা দিন
কাটবে মোদের সুখে,
কচি মুখের কচি হাসি
লেপ্টে থাকে মুখে।