Skip to content

কয়লা বৈশাখ-শুভশ্রী রায়

নতুন বছরের আজ হইচই শুরু
বর্বরতা না করলে চলে নাকি, গুরু?

কী ভাগ্যি পুরনো সাল থামে, তাই
শহর কত রকম ফূর্তি আনায়।
আলোচনা হচ্ছে শুনি রাস্তায়
ক্লাবে মুরগি ঢুকবে রাত বারোটায়
একটা সাদা আর অন্যটা কালো
তবে ইয়ার দু’টোই বস্তু রে ভালো
গ্রাম থেকে আসছে তাজা মুরগি
মোরগ ছোঁয়নি তাদের অদ্য অবধি
দুইটি মুরগি অথচ আট জন ছেলে
ভাগ করে খেতে হয় এই সব পেলে
তার সাথে খোলা হবে বিদিশি বোতল
মাঝরাতে ক্লাবে হবে ফুর্তি অতল
ঘন রাতে হবে মুরগিভেদের সূচনা
ভেতরে পাতাই আছে আঁধার বিছানা
নারকীয় অনুদান, শয়তান প্রেরণা
পাল্টে গিয়েছে পহেলা বোশেখী ধারণা।

নতুন বছরের আজ ঘটা করে শুরু
কয়লা বোশেখ ছাড়া হয় নাকি, গুরু?

মন্তব্য করুন