ভেবেছিলে নিরাগোলে পার হয়ে যাবে , বাধা পাবে না
তোতাপাখিরা উৎসাহ দেয় , শাঁখ বাজে ,
উলুধ্বনি সান্ধ্যদীপ কোনকিছুর ত্রুটি ছিল না
বেঁকে বসলো কয়েকটা শালিক , অহেতুক চীৎকার
চেঁচামেচি করে বাধা দেয়
ভেবেছিল ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সব হবে পরিবর্তিত
বেয়াড়া শালিকদের প্রতিবাদ সব ভাসিয়ে দিল
কলাগাছের ভেলায় তাদের খাঁচায় বন্দি করে আবহাওয়া গেল বিপরীতে
তোতারা কিন্তু আগের মতোই জয়গান করে চলে অনবরত তবুও নিষ্পত্তি হয়না , তুলাদণ্ড হাতে মহান বিচারপতি একরোখা আপাতত ঝুলেই থাকলো ভবিষ্যতের সিকায় কিছুকাল ।