Skip to content

কঞ্জুস – বোরহানুল ইসলাম লিটন

পাশের গাঁয়ের কদবেল আলী
ভীষণ চতুর লোক,
কোনদিন তারে করতে দেখিনি
পরের কারণে শোক।

কঞ্জুস বলে বেশ আছে খ্যাতি
যদিও পায় না দাম,
সুখে-দুখে তবু সকলেরই মুখে
জেগে থাকে তার নাম।

জমি-জমা আছে পুকুরেও মাছ
খায় না কভু সে ভালো,
খরচের ভয়ে ভুলেও দেয় না
জ্বালাতে সাঁঝের আলো।

কথা বলে সদা শুদ্ধ ভাষায়
চকচকে রেখে সাজ,
খাওয়ার আসরে দেখা যায় তারে
সামনে করতে রাজ।

সেদিন গঞ্জে এক লোক ডেকে
আতর দেখেই হাতে,
শুধায় আপনি বেরুতে কি এটা
ছিটিয়ে দেন না গা’তে?

জবাবে কয় সে সুবাসে কি কেউ
সম্মান দিবে দেখে!
তাইতো গোপনে কিঞ্চিত রাখি
নাসিকা রন্ধ্রে মেখে।

1 thought on “কঞ্জুস – বোরহানুল ইসলাম লিটন”

মন্তব্য করুন