ভিক্ষা নেই বলতে নেই
এতে নাকি গৃহের অমঙ্গল হয়
বলতে হয় ভিক্ষা বাড়ন্ত
আলংকারিক প্রয়োগে বললে ক্ষতি নেই
কর্মসংস্থান নেই , বলতে হয় চাকরি বাড়ন্ত
আমরা পিছিয়ে নেই
বলতে হয় প্রতিবেশী দেশের চেয়ে
বা নামিবিয়ার চেয়ে অনেক এগিয়ে
আফগানিস্তানের মতো আপনাদের নিরাপত্তাহীনতায়
ভুগতে হয় না ; সুদানের মতো আমরা দেশ টুকরো হতে দিইনি ,
অখণ্ডতা বজায় রেখেছি
ভেনেজুয়েলার মতো দুর্নীতিপরায়ণ রাষ্ট্র নয়
চাকরির জন্য হাত পাতেন কেন
স্বাবলম্বী হতে শিখুন
মন্দিরে মন্দিরে গিয়ে প্রার্থনা করুন
ঈশ্বর চাইলে ছপ্পড় ফেড়ে সবকিছু দেবেন ।
ভিক্ষা নেই বলতে নেই
বলতে হয় ভিক্ষা বাড়ন্ত
চাকরি নেই বলতে নেই
বলতে হয় স্বাবলম্বী হতে শিখুন ।