Skip to content

নারী

নারী

সাইফুর রহমান শাওন

নারী সত্যিই তুমি অনেক মহান,
ইতিহাসের পাতায় পাতায় শুধু তোমার ই জয়গান।।
নারী তুমি সংগ্রামী, বিপ্লবী,মহয়সী
নারী তুমি বিধাতার এক অমূল্য সৃষ্টি।
নারী তোমার হাতেই গড়ে উঠে বিশ্ব সংসার,
তোমার উৎসাহ উদ্দীপনায় খুলে নরের ভাগ্যের ধার।
নারী তুমি মায়ের জাতী,
শত কষ্ট সহ্য করে ও জালাও সংসারের বাতি।।
নারী তুমি মহা ত্যাগি,
নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের সংসার করে নাও ভাগাভাগি।
নারী তুমি বিজয়ের অনুপ্রেরণা,
তোমার কথায় জাগে অনেক কাপুরুষের চেতনা।।
নারী তুমি জননী রূপে সকল দুঃখ সয়ে,
অপমানিত হয়ে ও প্রতিবাদ করো না লোকলজ্জার ভয়ে।
নারী তুমি মমতাময়ী তুমি জগদ্বাত্রী,
তোমার কর্ম গুনেই মিলে এই বিশ্বজগতে শান্তি।
নারী তুমিই করেছো ইতিহাসের অর্ধেক সৃষ্টি,
নারী তুমি জননীর চোখে মমতার সু দৃষ্টি।
নারী তুমি একাধারে হাজার চরিত্রের রানী,
দুঃখ বেদনা সয়ে ও লুকিয়ে রাখো চোখের পানি।

মন্তব্য করুন