তুমি আসবে শিমুল পলাশের রংএ,
কৃষ্ণচূড়া জারুলের বনে,
প্রণয়ের আলিঙ্গনে।
পউষের নিরবতা মাড়িয়ে,
ঝরা পাতার বিদায়ে,
প্রতি বছর তুমি আস চিরযৌবনে।
ফাল্গুনের বীনার অনুরনণে,
ব্যাকুল প্রিয়ারে ডাকিছে বনে,
আগুন ঝরা লগ্নে।
তোমাকে বরণ করে নিতে,
কিশলয় সবুজে সাজে,
আম্রফুলের বনে,ভ্রমরের গুঞ্জরণে।
কোকিলের কুহুতানে,
অলির মেলা আজি কুঞ্জবনে।
একুশের জয়গানে,
দখিনার মাতাল সমীরণে,
শিহরিত হই বসন্ত,তোমারই আগমনে।