Skip to content

মনের মানুষ

~হোসাইন মোহাম্মদ দিদার

মানুষ রাতে থাকার জন্য নিরাপদ আশ্রয়স্থল খোঁজে
অথচ দরকার বুকে থাকার জন্য নিরাপদ বুক-এটা আর কজনা বুঝে

তোমার জন্য এই বুকেতে গড়েছি প্রেমের অভয়ারণ্য
তুমি চাইলে আসতে পারো,করতে পারো ধন্য।

মানুষেররা শান্তিতে থাকার জন্য বাড়ি খোঁজে
অথচ কমলাপুর রেলস্টেশনে ঘুমিয়েও কিছু মানুষ নির্ভেজাল সুখে আছে- সুখ মানুষ বুঝে?

চাইলে তুমি আসতে পারো আমার ঘরে
হাতটি ধরে থাকতে পারো জনমভরে

মন্তব্য করুন