Skip to content

সে কি বনলতা সেন? – ফয়সাল মাহমুদ

গত বছর সে এসেছিল, তবে আপন মহিমায় জ্বলে উঠতে পারেনি
হয়তোবা চেয়েছিল সে…চেয়েছিল নিজের সব উজাড় করে দিতে,
চেয়েছিল সে অত্যাচারের দাগ ধুয়ে দিয়ে বেধে দিতে রাঙা ফিতে,
তবে এবার সে এসেছে বুক ভরা বিষাদ নিয়ে কারণ অনেক দিন সে কাদেনি।

তার জন্য অপেক্ষা করে থাকে অদ্ভুত এক ফুল,
আসলেই কি সেটা ফুল? নাকি এক আবেগী তরুণী?
যে কখনো ভালো জামা পড়েনা, চুলে ছোয়ায় না চিরুনি।
সে অপেক্ষা করে খন লোকটি আসবে, আবহাওয়া যে বড়ই প্রতিকূল।

সে যে নিশ্চিত আসবে প্রক্রতি তার আগে থেকেই দেয় জানান,
কারণ তার আগেই যে আসে তার সতীন, বড়ই অহংকার তার,
কাউকেই পরোয়া করেনা, বাসে না ভালো কাউকে, হোক সে বুড়ো কিংবা নাদান,
তাপদাহে জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু করে দেয় ছাড়খার।
ঐ পুড়ে যাওয়া হৃদয়খানকে, আবার সতেজ করে তুলতে আসছে সে, নয়কো সে যেনতেন….
নাহ! সে যে আমার না, সে জীবনানন্দের বনলতা সেন।

মন্তব্য করুন