Skip to content

ককটেল

ঝুলছে বারান্দা
দুলছে পেন্ডুলাম
ক্যাকটাসের জঙ্গলে
বিলম্বিত সূর্যগ্রহণ।

প্রবেশ নিষেধ মন্দিরে
রজঃস্বলা রমনীর
ক্রমাগত ধর্মের দোহাই
অনাকাঙ্ক্ষিত রক্তক্ষরণ।

নগ্ন শরীর ফুটপাতে
তৃতীয় বিশ্বের ক্যানভাস
হায়নারা যোনী অন্বেষণে
গভীর রাতে পূর্ণগ্রাস।

খিদের জ্বালায় ভস্মীভূত
গনতন্ত্রের জয়গান
খোলা বাজারে বিকোয় প্রেম
বিশ্বায়নের বিজ্ঞাপন।

শব্দেরা নিয়েছে ছুটি
ব্যাথিত ব্যাকরণ
মানবজাতির পরিস্রাবণে
সভ্যতার পুনঃমূল্যায়ন।।
******

মন্তব্য করুন