Skip to content

প্রজন্মের দাস

এই প্রভাত থেকে দুপুর গড়িয়ে গোধূলির বুক চিরে বেরিয়ে যাওয়া মধ্যরাত
প্রজন্মের কথা বলে
শরীরের রক্তস্রোত বয়ে চলে প্রজন্মের কথা
মুখাশ্রিত শব্দরাশি প্রজন্মের অস্তিত্ব বহন করে
বর্তমান, ভবিষ্যত কিংবা অতীতের কোন কথাই আমার নয়
এমনকি এই লিখিত কথাগুলোও না
তাই নিজেস্বতায় কোন কথা নেই
শুধু আছে ক্রমাগত পরিবর্তিত হয়ে বিদ্যমান কিছু ক্ষনস্থায়ী সময়

1 thought on “প্রজন্মের দাস”

মন্তব্য করুন