Skip to content

প্রেমিক হবো বলে

আমি প্রেমিক হবো বলে
ছায়াছবির ছায়া হয়ে প্রদর্শনী করেছি
চিত্রায়িত হয়েছি উপন্যাসের চরিত্ররুপে
কবিদের ন্যায় ঘুড়েছি
গানের সুরে নিজেকে ডুবিয়েছি

শুধু প্রেমিক হবো বলে

আমি সালমান শাহর মত চুল ছেটেছি
জড়ায়েছি অভিজাত্যে
রবীন্দ্রের অমিত কিংবা সমরেশের অনিমেষ হতে চেয়েছি
হতে চেয়েছি সুনীলের কবিতার কথক

একটিবারের জন্য প্রেমিক হবো বলে

আমি দেশের ককর্ণধার হতে চেয়েছি
হতে চেয়েছি বিশ্বমানবতার
কখনো নেমেছি রাস্তায়
কখনো বা গিয়েছি ধর্মতলায়
নয়তো মাতৃকুলে
অথবা রমনীর চোখের মায়ায় আবদ্ধ ওষ্ঠদ্বয়ে

জগতের শ্রেষ্ঠ প্রেমিক হবো বলে

আমি বিপ্লব বেসেছি
মানুষ বেসেছি
দেশ বেসেছি
পরিবার বেসেছি
রমণী বেসেছি
শুধু ভালোবাসা হয়নি নিজেকে

শুধু একটিবারের জন্য প্রেমিক হবো বলে

মন্তব্য করুন