Skip to content

তুমি ভালোবাসো আর নাই ভালোবাসো

তুমি ভালেবাসো আর নাই ভালোবাসো
আমি প্রেমিক হবো।

আমার শান বাঁধানো উঠোন
টবে সাজানো গোলাপের দল
তাকিয়ে আমার দিকে
সহস্র প্রেম বিলোচ্ছে,

রঙিন প্রজাপতির পাতায় আঁকা
রঙিন প্রেমের কাব্য গাঁথা
হাজার ঝুড়ি নাবিয়ে ক্লান্ত বটগাছের পাশে
নকশিকাঁথার মাঠ
হাত বাড়িয়ে ডাকছে আমায়,

তুমি ভালোবাসো আর নাই ভালোবাসো
আমি প্রেমিক হবো।

চেয়ে আছে নীল আকাশ
রাতের আঁধারে সহস্র জোনাকির আলো
রাতের তারারাও হাসে মিটিমিটি
প্রেমিকা যেনো আমার,
মেঠো পথে হেঁটে যাওয়া কৃষ্ণকলি
মুচকি হাসে পেছন ফিরে
ধানের ক্ষেতে দোলা দিয়ে যায় বাতাস
আলেয়ারা জ্বলে আর নেভে,

কুয়াশা মাখা শীতের সকালে
মিঠে রোদ্দুরের সাথে প্রেম
বেলা শেষে কম্বলে সেঁধিয়ে যাই
স্বপ্ন থাকে চোখে
অলিখিত চুম্বন লেখা হয়
আমার চিবুকে।।
******

মন্তব্য করুন