Skip to content

যদি এতটুকু ভালোবাসা পাই

বহুদিন পর আবারো তোমায় দেখলাম
হৃদয়ে জমে থাকা প্রেম জেগে ওঠে পরাজিত মুখে
মনে পড়ে সেদিনের প্রত্যাখ্যাত সময়ের কথা
ফিরিয়ে দিয়েছিলে আমায়
পাঁজরে দিয়েছিলে সহস্র আঘাত,

আজো মাঝ রাতে ঘুম ভাঙ্গে
পাশবালিশের সাথে মিথ্যে প্রেমের অভিনয়ে
স্বপ্ন দেখি বুকের কার্ণিশে তুমি বসে
খোঁপায় বেল ফুলের মালা
সিঁথিতে বিয়ের রাতের সিঁদুর,

আরো একবার প্রত্যাখ্যান করছো আমায়
ছিঁড়ে ফেলছো দু’হাতে আমার স্বপ্ন গুলো
দাবাগ্নিতে দগ্ধ চিরহরিৎ হৃদয়
পাষাণের বুকে আবারও সহস্র আঘাত;

তবুও তোমায় ভালোবাসি প্রিয়তমা
হও তুমি যত অন্যের
আমিতো তোমার পুরোনো প্রেমিক
ক্ষমা করো আমায়
বলো কি অপরাধ আমার?

একবার যদি হাসো তুমি
আমার চোখে চেয়ে
এক রুদ্ধশ্বাসে ছুটে যাবো তোমার ঘরে
মুখোমুখি দাঁড়াবো তোমার
যদি এতটুকু ভালোবাসা পাই।।

রচনাকাল।
১৬/০১/২০২২

মন্তব্য করুন