অক্ষমতা
আহমেত কামাল
অনেক চেষ্টায়ও
সৌজন্য সাক্ষাৎ মেলেনি
জীবন থেকে
সরে যাচ্ছে সকল পদ খাদের দিকে
আমরা তো কখনও বিপরীতমুখী ছিলাম না
স্বপ্ন কিংবা কারো গল্পের?
তবুও তুমি
মেঘ ঠেলে ঠেলে আমার দিকেই পাঠাও
অসম বৃষ্টিতে আমিও যেন
পালকভেজা এক পাখি
কিছুতেই মিলছে না সক্ষমতা
ওড়ার কিংবা
লুকোবার।
ধন্যবা