Skip to content

স্বামী-স্ত্রী

কি ব্যাপার, আজ এতো দেরী?
অফিস কখন ছুটি, এখন ফিরছো বাড়ি?
কি বললে! কাজ?
কিন্তু, একটু হলে দেরি চিন্তায় তোমার, আমার কপালে পড়ে ভাজ।
একি! শার্টটা তো ভেজা, কপালেও দেখছি বিন্দু বিন্দু ঘাম
এসো আঁচলে দেই মুছিয়ে একটু নাও বিশ্রাম।
আচ্ছা, আমি কি তোমার কাছে চেয়েছি কিছু অতিরিক্ত?
নাকি সারাক্ষণ এটা দাও ওটা দাও বলে খুব করি বিরক্ত?
তোমার মাইনের টাকায় আমাদের তো চলে,
তবে কেন তুমি কর বাড়তি কাজ সন্ধ্যা হলে?
আজ নিজ চোখে দেখেছি আমি, তুমি পরের টানছো ঘানি
দেখো, আমার চোখে আসছে পানি,
আর তুমি হাসছো ঠোঁটের কোনে ঝুলিয়ে একটুখানি!
চাকরিটা গেছো বলোনি কেন আগে?
ছোট্ট কষ্টটা নিতে তো পারতাম তুমি আমি ভাগে।
দুবেলা দুমুঠো না-হয় কমই খেতাম মোটা চালে ভাত,
তবুও স্বান্তনা থাকতো আজ পেতাম না আঘাত।
তুমি ভেবেছো কষ্টটা একা চেপে বুকে
সুখ যদি কিছু পাও দিয়ে দেবে ভাগে?
আজ যদি প্রিয়ো তুমি আমায় রাখো অন্ধকারে,
কাল কি জবাব দেবো খোদায় পরপারে?
ভালোবেসে যে কেউ বইতে পারে কষ্টের বোঝা,
জেনে রেখো তুমি স্বামী-স্ত্রী হওয়া এতো নয় সোজা।
২৫/১২/২০২১
ময়মনসিংহ।

মন্তব্য করুন