Skip to content

প্রিয় অসুখ — বোরহান রাব্বানী

সে আমার প্রথম অসুখ,
হৃদয়ের দুরারোগ্য ব্যাধি।
আমি চাই সে জানুক
আমার খুব পীড়ন করছে।
আমার খুব পীড়ন করছে—
চোখে— মুখে— ঠোঁটে— গ্রীবায়— চিবুকে
পীড়ন করছে পাঁজরে আর সমস্ত বুকে।

আমি চাই সে আসুক
সে এসে আলতো করে কপাল ছুঁয়ে বলুক—
“জ্বর করেছে খুব।”
অসুখ-বিসুখ যাই হোক
তার দোহা’য়ে একটু ভালোবাসুক।

মন্তব্য করুন