আজরাত ভেবে রাখি, কালকের ভেবে
রাখা আজকের কাগজে উঠবে ফুটে
হায় আমার কবিতা কোথায় ?
দিনের আলোতে তার দৃষ্টি দেখেছিলাম
চোখ ফেরাতে পারিনি, চাইওনি
মিলন বিরতির শুরু যেখানে
ভেবেছিলাম কাঁদবো না, কি করবো থামছিলোই না
আবার তাকে আর পাবো তো ফিরে?
চওড়া কাধ আর উন্নত নাশার বাইরেও
আমায় কাবু করার সবখানি ক্ষমতা ছিলো তোমার,
প্রিয় তুমি দয়াবান হয়ো আরও
যক্ষ কবিতার শরীর কেবলই যায়
হারিয়ে অতল বিস্মৃতির ভিতর।
দিনরাত আমার অসংখ্য কবিতা তো হারাবেই
জনারণ্যে অথবা নিভৃতে স্বপনে।
কিন্তু তুমি যেওনা অনিমেষ, এই এতো না পাওয়া আর হারিয়ে যাওয়ায় তোমায় হারানোর শোক হবে আমার অনিকেত প্রান্তর!