দুহাতে নয়ন রগড়িয়ে বাইরে এলাম যখন..
আগুন রঙের অংশুমালী যেন স্নিগ্ধ পূর্ববৎ!
এতো সুন্দর সোনালী বিকেল বুঝি আমার অপার্থীব সুখ আত্নসাৎ করলো!
আজ সকাল থেকে উষ্ণ উত্তপ্ত রশ্নি প্রক্ষেপিত না হলেও,
মোক্ষম সময়ে অধীর আগ্রহের আশান্বিত বর্ষন যেন পরিপূর্ণ করে দিলো সব!
বিলম্বে হলেও যা মনে মনে চেয়েছিলাম তার সবটা পেয়েছি।
ফিরতে হবে ভেবে শিরদাঁড়ায় যে সুক্ষ্ম যন্ত্রণা হচ্ছিলো সেটা অগ্রাহ্য করবার নয়!
ফেরার ক্ষনে হাতে গুনে ঠিক তিনবার অনিমেষের চোখের দিকে তাকিয়েছিলাম, ডিফাইব্রিলেটর এর মতন তিনটে ধাক্কা বুকের ভেতর…
তিনবারই চোখ ফিরিয়ে নিয়েছিলাম।
গোধুলির ধোয়াটে আলোয় ফেরার আগে শেষ বারের মতন তোমার হাতের আঙুল গুলো দেখে নিয়ে যাত্রা করেছিলাম….
তোমার কপালের দু’টো ভাঁজ আর ঝাকড়া চুলের গন্ধ নিতেই আমার এতো পথ যাত্রা করে আসা!
শান্তিপ্রেম চলবে, মাধবী বারবার আসবে।।