Skip to content

ঘুড়ি- বিশ্বনাথ পাল

ঘুড়ির আছে ইচ্ছে অনেক…
দিকবিদিক ঘুরবে…
লাটাই থেকে সুতো নিয়ে…
ঐ সুদূরে উড়বে…

ছুটছে সে নীল আকাশে…
উড়ছে পাখির মতো…
মেঘ মুলুকে কত কথা…
গর্বে মাথা উন্নত…

আকাশ গাঙে ভাসছে সে তো…
নাওয়ের মতো পাল তুলে…
দৃষ্টি দিয়ে মোদের পানে…
হাসছে দেখো প্রাণ খুলে…

মন পবনের মৃদু পরশ…
দিয়েছি তাতে জড়িয়ে…
ভ্রমণ করে দেশ বিদেশ…
ফিরবে আপন আলয়ে…

মন্তব্য করুন