স্বাধীনতা আমি তোমার দুয়ারে…
আজও ঘুরে ফেরা পথচারী…
তালিবানি হামলায় ক্ষতবিক্ষত…
আমি বুভুক্ষু নর নারী…
হাত দুটো আজও আমার হয়ে ওঠেনি…
জিহ্বা তো রয়ে গেছে পরাধীন…
ভাবনাগুলি সব হৃদয় বন্দী…
থর কম্পে থাকি দিবারাত্রি বাক্যহীন…
স্বাধীনতা আজ তুমি…
জঙ্গির মানবতা,ধ্বংসে আহ্লাদিত…
সন্ত্রাসী কুকুরের গুলিতে, গুম হয়ে যাও…
রাজপথ, নালা, নর্দমা রক্তিম বর্ণে সিক্ত…
ধর্মউল্লাশী মানুষ গাহে অস্ত্রের গান…
বর্বর ফরমান জারি করে…
বদরক্তের হিংসা লীলায়…
বিশ্বনেতারা পঙ্কিল রাজনীতি করে মরে…
তোমার দীর্ণ বুকে আজ ভেসে আসে…
সন্তানহারা মায়ের কান্না…
ক্যাম্পাসে হয় বস্ত্রহরণ…
নারীর সম্ভ্রম তো নিত্যদিনের খেলনা…
ফাঁসির আসামী হয় মুক্তপাখি…
স্তাবক মানব পোষকতায়..
আসামী তো রক্তশূন্য, আম আদমি…
মেকি বিচারের কাঠগড়ায়…
স্বাধীনতা আমি তোমার দুয়ারে…
আজ চরম নিরাপত্তাহীন…
স্বাধীনতা তুমি উৎযাপন নয়…
উপভোগে করো আমায় স্বাধীন…