Skip to content

মানলি না আইন কুরআনি- মাহমুদুল মান্নান তারিফ

মানলি না আইন কুরআনি
মাহমুদুল মান্নান তারিফ

নিসাব আছে সম্পদে তোর
তবুও না দিলি কুরবানি,
মানলি না তুই রবের হুকুম
মানলি না আইন কুরআনি।

জবাব রে তুই রোজ হাশরে
কেমনে দিবি আল্লা’কে,
ধন দিয়ে কি ওজন করবে
মিযান- দাঁড়িপাল্লাকে?

তুই দাঁড়াবি তোরই পিতার
সামনে গিয়ে লজ্জাতে!
বলবি কি তুই ইব্রাহিমকে
এমন কৃপণ বজ্জাতে!

দেখলি না তুই মুহাম্মাদে
ইব্রাহীমী প্রেম বিভোর!
মুসলিম হয়ে তুই মুনাফেক
হৃদ কারুণের এমনই তোর!

খোদার রাহে জান দিলি না
প্রাণ দিয়েছেন ইসমাইল,
কোথা’ গিয়ে তুই পালাবি
ফুঁক দিলে রে ইসরাফিল।

দেখ্ না চেয়ে পাকছে দাড়ি
হচ্ছে দেহের চামড়া ক্ষীণ,
টের কী দেয় না তোর মরণের
মানুষ রে তুই অবার্চীন।

রচনা- ১৯ জুলাই ২০২১
লেখক
প্রভাষক
মাথিউরা সিনিয়র ফাযিল ডিগ্রি মাদরাসা
বিয়ানীবাজার, সিলেট।

মন্তব্য করুন