রহমত নিয়ে এলেন ভবে
মাহমুদুল মান্নান তারিফ
রহমত নিয়ে এলেন ভবে কায়েম করলেন দ্বীন,
আল্লাহ পাকের হাবিব তিনি রাসূল “আলামীন”।
রাসূল আমার ভালোবাসা আমার প্রাণের প্রাণ,
তাঁরই জন্যে আকুল হৃদয় গাই যে প্রেমের গান।
সকল নবীর নবীই আমার প্রাণের প্রিয় নবী,
তাঁরই প্রতি আজ্ঞাধীন যে চাঁদ, সেতারা, রবি।
রবের ডাকে সাতাশ রজব মে’রাজ হলো তারঁ,
নিয়ে এলেন “সালাত” নবী ফরমান এ আল্লা’র।
নবীর প্রতি দরূদ উম্মত পাঠ করলে একবার,
দশটি রহমত বান্দার উপর বর্ষণ হয় আল্লা’র।
মিটান তিনি দশটি গোনা’ দেন সওয়াবও দশ,
দশগুণ করে দেন বাড়িয়ে নিজের কাছে যশ।
পড়লে দরূদ মুনাজাতে গ্রহণ করেন রব,
নবীর প্রতি ভালোবাসায় পাখির কলরব।
দরূদ পড়েন নবীর উপর স্বয়ং আল্লা’ তা’লা,
একইসাথে ফেরেশতারা পাঠ করেন নিরালা।
রচনা; ০৪ জুলাই ২০২১
লেখক
প্রভাষক;
মাথিউরা সিনিয়র ফাযিল ডিগ্রি মাদরাসা
বিয়ানীবাজার, সিলেট।