এই নে গোলাপ
মাহমুদুল মান্নান তারিফ
এই নে গোলাপ ধর হাতে তোর দিলেম ফুলে চুমা,
মনের যতো অস্থিরতা এবার ছেড়ে ঘুমা।
তোর মনে আর সংশয় আছে?
হারলো দেমাগ প্রেমের কাছে!
মান-অভিমান মেটায় প্রেমে ফুল ফোটাতে পারে,
এই নে একটা হাস্নাহেনা বাসিস্ ভালো তারে।
উফ্ কাঁদনের অন্ত যে নাই
তোর নানার যে দন্তও নাই
মাংস বোনা খাবে?
এবার এলে খুশি হয়ে নানুর বাড়ি যাবে।
দেখলি একটা ছোট্ট যে জুঁই?
এইটা দিবি চুলে কি তুই?
তারা ফুলটা কানে!
তোকে অনেক আদর করি তোর নানুটা জানে!
হাসলি কেনো কাঁদছিলি না!
নুডল্স পুডল্স রাঁধছিলি না!
নুডল্স দিবি তোর নানারে প্লেটে
তোর নানা দেখ্ আসছে বাড়ির গে’টে!
রচনা; ৩০ জুন ২০২১