Skip to content

টালির আয়না —অরিজীৎ শূর

এ বৃষ্টি আজ, থামবে না আর, সত্যি!
কয়েক বাক্স ধুলোও জমেছিলো৷
এই যে পায়ে লেগেছে এত রক্ত!
এখন ভাবি ,কী দরকারে তা দিলো…?

দিতেই চায়৷মানুষ মানেই দেওয়া
কিছুটা কথা কিছুটা আর্তনাদ
এই যে মিছিল তুমিও একটু শুনো
এই নাও ধরো!চেখে দেখ এর স্বাদ!

কি হলো এতে কান্নার কি আছে!
বিপ্লব কি রক্ত না দেখে শোয়?
এতে যান্ত্রিক গোলযোগেও কিছু নেই!
…ইতিহাস কে? রোজ দুধ দিয়ে ধোয়…!

মন্তব্য করুন