Skip to content

চেনা যখন অচেনা – প্র্রভাত মণ্ডল

  • by

চিনতে পারছো না?
না, না চেনার ভান করছো
এমন কি মনের মধ‌্যে আঁকা
সব বিদগ্ধ পান্ডুলিপি
এমন কি গোপন অভিমানের শিখর
বিস্তারিত তোমার মননে
না নবীর সঙ্গে মিশে হয়েছো
মনোমহিনী
রাগ-অভিমানকে করেছো মেকি
কবিতা লিমেরিক
নতুনত্বের ডিনার পাটি হয়েছে
তোমার অনুরত
তাই কি তোমার স্মৃতি আজ বিস্মৃতি
চেনাকে চিনতে অপারগ
তোমার অনুলহে আজও আমি
পিপাসু
আমার মননে দ্বীপ শিখার ন‌্যায়
তুমি আজও প্রজ্জ্বলিত।

মন্তব্য করুন