Skip to content

দোস্তি, তোমায় আমন্ত্রণ— শাহ্ আলম আল মুজাহিদ

বাদলধারায় ছুটির দিনে,
দোস্তি, তোমায় আমন্ত্রণ।
কলাউ, মুলাউ, কমলাউ —
করছি রোজই আহরণ।

দোস্তি, তোমায় আমন্ত্রণ।

আমরিছ আর পিয়াজলপাই,
ভর্তা করি দেব খেতে।
আরও দেব বোয়ালাঠি ভাজা,
মুগম ভাজার সাথে।

বকবুতর রাইন্ধ্যা দিব,
মুধুদ দিব পান করিতে।
আনারসসা কেটে কুটে,
সালাদ করি দেব খেতে।

সাইকেলঞ্চে ঘুরতে যাব,
জলে স্থলে কুঞ্জবন।
দেখতে যাব দু’জন মিলে —
বেজিরাফ আর সিংহরিণ।

জাগবে গায়ে শিহরণ,
দোস্তি, তোমার আমন্ত্রণ।

মন্তব্য করুন