নিজেকে চির স্বাধীন মনে করো না’ক তুমি,
তোমার বিষাদ সামনে আসছে।
দেশের মাটি স্বাধীন হয়েছে,
কিন্তু তুমি হতচ্ছাড়া অসামাজিক।
নিজেকে খুব দামী মনে করো না’ক তুমি,
চরিত্র যদি হয় সুন্দর, তবেই তুমি সফলকাম।
নিজের কথা ভুলে পরের সেবা করো,
এক দেশের স্বাধীনতার জন্য শত অস্ত্র ধরো।
স্বাধীন হয়েছে দেশের মাটি, স্বাধীন হয়েছে খোলা মাঠ,
স্বাধীন হয়েছে মুক্ত পাখি, স্বাধীন হয়েছে সুন্দর মন।
আকাশ ভরা তারা, হাসি ভরা মায়া,
স্বাধীনভাবে চলতে আমায় হাতছানি দেয়।
চাঁদের কাছে হাসতে শিখলাম, মধুর কথা বলতে শিখলাম,
গ্রহের কাছে শিখে নিলাম আপন তেজে চলতে।
সূর্যের কাছে শিখে নিলাম স্বাধীনভাবে জ্বলতে।