অজগরের মতো স্তব্ধ দেহটি শূন্য মূর্তমান।
গ্রাসে গিলে খায় সহস্র যান,
শহরের বুকে কল্প ডাইনোসর।
অবারিত যানগুলি পেট ছিঁড়ে বেরিয়ে যায় আল্লাদিত প্রাণে,
বিচিত্র এসব লীলা রূপকথারই তুল্য বটে।
কিন্তু যখন গ্রেনেড, রাইফেল আর মেশিন গান, কার্তুজ
ফেটে রক্ত ঝরে;
রাহাজানিই আর্তনাদিত হয় সমস্ত টাউন।
তখন অজগরের মতো ফ্লাইওভারের মুখে লেলিহান
শিখা ললায়িত করে;
শান্তি নেই, শান্ত অথচ কৃত্রিম আবিষ্কৃত টাউন।