রাতের আঁধারে, তেলচিটে মাদুরের রোজনামচা,
ডাস্টবিনে ছুঁড়ে ফেলা, ছিন্নভিন্ন কিছু গামছা,
কাক ডাকা ভোরে, ঘিরে ফেলা কুয়াশায় আবঝা
ধুঁকছে একটা দেহ, নজরটা বড় বেশী ঝাপসা।
কার পাপ, কোন গলির অন্ধকার?
কোন ক্ষ্যাপা, দেখেছে সব পরিষ্কার?
বিদ্ধস্ত দেহটা, চাইছে একটু শুধু জল,
ঘিরেছে অনেক লোক, ফাঁকা কৌতুহল।
পুলিশের গাড়ি, আর অ্যাম্বুলেন্স,
বাজছে সাইরেন, ঠিকঠাক করার লাইসেন্স,
বাঁচতে চাইছে তখনও, সেই ননসেন্স,
সেলফিতে বন্দি হচ্ছে, সেলিব্রেটি সেন্স।
সবাই ফাটাচ্ছে গলা মিছিলে,
ফায়দার লোফালুফি গোলমালে,
বাঁচতে চেয়েও, বাঁচতে পারলো না,
সব মুছে গেল, কেঊ কিছু জানল না।
এভাবেই প্রতিদিন, হায়েনারা খামচায়,
যার যায়, তারই শুধু সব চলে যায়,
মাথাদের সুনিপুণ কুমিরের কান্নায,
লুকোচুরি খেলা হয়, আইনের কামরায়।
এই দেশ, এই শাসন, এ শুধু সাফাই গাওয়ার,
এই রাস্তা, এই লোকালয়, মুহূর্তে রক্তে ভাসার,,
অমানবিকতার রক্তচক্ষু, মানবিক হয়রানি,
মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়ে, রাজত্ব করছে বেইমানি।