Skip to content

ফুলটি ফোটায় / মল্লিকা রায়

ফুল কোনও তীর্থ নয়
শব নয়, পূজ্য নয়, মহর্ষি নয় আর
ভরন্ত সকাশে অভিহিত সেও
প্রেমাঙ্গ হৃদয়ে।
আকাশে স্বাক্ষর রেখে সে ও
রেখেছিল মরুদ্যান, দানি এক, পরাগ মৃন্ময়ে
প্রজাপতি এসেছিল সে পরাগ দোহে
মধুগন্ধে উন্মুখ হৃদয়
দিয়েছে রাঙিয়ে, আমি সে বন্দনা করি শুধু
যে আমার ফুলটি ফোটায়।
অঞ্চলে সুধা ছিল, তপ্ত রোদেলা
যে নিয়েছে,আমি তার পূজ্যা হয়ে আছি
যে কাছে এসেছে প্রিয় সে-ই
যে নিয়েছে বুকে, আমি তার শৌর্য্যে ফুটেছি
এস এই উষ্ম হৃদয়ে !

মন্তব্য করুন