Skip to content

অলস দিনের কথকতা – সুবীর ভট্টাচার্য্য

সূর্যমুখীরা যখন প্রখর সূর্য কিরণে ঝলমল করে,
নির্জন পুকুরে, দাবদাহে ক্লান্ত রাজহাঁসের ডাক,
হঠাৎ ঘুম ভাঙা নিঃশব্দকে, আবিষ্ট করে মায়াজালে।
এখন ঠিক দুপুর, একটু পরেই সূর্য ঢলে পড়বে পশ্মিমে,
পুকুর পাড়ে গাছের ছায়ার ফাঁকে কয়েক ফালি রোদ্দুর,
আলোছায়ায় একটা বাউণ্ডুলে দিন ফুরোনোর ইশারা।

সবকিছু ঊপেক্ষা করতে ভালো লাগে মাঝেমাঝে,
এক একটা নিদ্রাহীন রজনীর অবসানে, ইচ্ছে করে
সমস্ত অতি প্রয়োজনীয় কাজগুলোয় দাঁড়ি টেনে,
পরিকল্পনাহীন রাস্তায় একেবারে হারিয়ে যেতে।
নিয়ম আর বেনিয়মের বেড়াজালে আটকে না থেকে,
একটাই জীবনে, ক্ষতি কি ভেসে গেলে আবেগের টানে?

সেই সকাল থেকেই একটানা বসে আছি ছিপ ফেলে,
যদিও সেটা ছিল নিছকই নির্জনতার সাদর আহ্বান,
কিছু জল ফড়িং, আর শামুকেদের নির্ভিক আচরণ
তারিয়ে তারিয়ে উপভোগ‍্য বৈচিত্র্যময় অনুসন্ধান।
অলসতায় একটা অতি সাধারণও হয়ে ওঠে অসাধারণ,
চরম ব‍্যর্থতাতেও প্রলেপ লাগায় এইসবেরই অনুরণন।

মন্তব্য করুন