যেখানে চৈত্রের দিন শেষ
সেখানেই শুরু কৃষ্ণচূড়া লাল
বাকি মাসগুলো সবুজে ভরপুর হয়ে থাকে
গাছগাছালির পুরোটা সময়কাল।
মায়াময় পরিবেশ স্নিগ্ধ আবেশ
তার মাঝে জ্বলন্ত অগ্নি কৃষ্ণচূড়ার লাল
যেন জ্বলছে শান্ত সবুজের মাঝে বাঘিনীর ন্যায়
নয় হেতা মিচুবিড়াল।
কৃষ্ণচূড়ার লাল যেন বুঝিয়ে দেয়
প্রকৃতি চিরকাল শান্ত নয়
কখনো সে শান্ত কখনো সে স্তব্ধ কখনো হয়ে ওঠে অগ্নিশিখা
কৃষ্ণচূড়ার লালে যেন তা স্পষ্ট হয়।
সিথির সিঁদুর যেমন লাল
লাল জীবন্ত শরিরের রক্ত
অগ্নি লাভা ঠিক যেমন লাল
সে লাল কৃষ্ণচূড়ায় যুক্ত।
প্রকৃতি প্রেমি আমি অথই তাঁহার ভক্ত…