বাস্তবতার শিকড়ে আমি পৌঁছে যেতে চাই
ভালো খারাপ যাই আসুক যেন মেনে নিতে পাই
মিষ্টি ভাষায় মিষ্টি কথা যতই লাগে মিঠা
বাস্তব ভাবে শুনে দেখি তা নিমপাতার মতো তিতা।
পাটক্ষেতে তীর ছুড়লে কোন এক গাছে লেগে যায়
কিছু মানুষ তেমনি বেঠিক কথায় সারা ভুবন মাতায়
তবে সকল মানুষ এমন নয়
কিছু মানুষ মাথা নুয়ে শুধু অবহেলা সয়ে যায়।
শুনো মানুষ সবে
প্রতিবাদ না করে অবহেলিত হয়ে আর কতকাল রবে!
প্রতিবাদী হয়ে সঠিক পথে অটল থাকতে হবে
ভেদাভেদহীন সুষ্ঠ সুন্দর ভুবন গড়ে উঠবে তবে।