যে চোখে সূর্য জ্বলে,
তাতে হয়না রাত।
দীর্ঘ হয় বোঝাপড়া সংঘাত।
অনন্তদিন লিখে যাওয়া চিঠির-
বিলি হয়না কখনো।
লিখতে থাকো যদি তখনো-
ভালোবাসার খামে হঠাত,
বাড়ে বৃষ্টিপাত।
রেখে দেয়া অদেখা বীশ্বাসে,
বাসি হওয়া সকল আশ্বাসে,
হেটে যাবো তবুও-
তুমি বাড়িয়ে দিলে হাত।
যে চোখে চাঁদ জেগে রয়,
ঘুম থাকেনা সেই চোখে।
স্বপ্নেরা থাকে দীর্ঘ শোকে।
যদি তারায় ভাসো,
যদি অশ্রুরুদ্ধ কন্ঠস্বরে হয় উল্কাপাত।
বিছানার বাগানে-
যদি ফুল ঝরা হাসো,
পূর্ণিমায় আকো জলপ্রপাত,
তবে হোক আধারের ঘোর সম্পাত,
ঘুম আসুক পুড়ে রাত।
স্বপ্নচারিতায় হেটে যাবো তবুও,
তুমি বাড়িয়ে দিলে হাত।
———————–
২৯ এপ্রিল, ২০২৫
থম্পসন সিটি, ম্যানিটোবা।
ক্যানাডা