কতোটা কাঙ্খিত হলে তুমি
সহজ শর্তে নিঃস্ব হই আমি।
কতটা গভীরে, ভিজে যদি যায় মন
সাঁঝের বেলা, দাবানলে বুক পাতি।
কতটা শব্দ কোলাহল পাড়ি দিলে
নুপুরের ধ্বনি, জ্যোস্নায় খেলা করে।
কতটা হাসির হিল্লোল দুলে গেলে
কঠিন পাহাড়ে নদীও মমতা গড়ে।
কতটা শ্রাবন ঝরে গেলে শেষ বেলা
কবিতার বুকে থাকে শুধু ধ্রুবতারা।
কতটা প্লাবনে ডুবলে পথিক মন
আমার আকাশ, তোমার পৃথিবী ছোঁয়।
কতটা প্রণয় বাহানায় নেমে এলে
বাউল মনে ভাটিয়ালি যায় ভেসে।
কতটা ব্যাপ্তি ছায়াপথে মিশে গেলে
বৃষ্টির বুকে রামধনু খেলা করে।