Skip to content

সুদের অভিশাপ

সুদের মোহে যে মেতে রয়,
অন্তরে তার শান্তি কি হয়?
ধন যে বাড়ে, বরকত কমে,
পাপের বোঝা হৃদয়ে জমে।

হালাল রিজিক ঈমানের আলো,
তাতেই মেলে সুখের পালো।
সুদের পথ যে ধ্বংসের কণা,
ন্যায় পথ ধরো, মুক্তি সেথা।

সুদের অভিশাপ | ইয়াসিন হাওলাদার

মন্তব্য করুন