Skip to content

তুষারপাতের কবিতা – আনোয়ার হোসেন চৌধুরী

ঝরে ঝরে বাষ্প স্ফটিক,
গলে গলে হারিয়ে,
জমে যায় শরীরের-
কোথাও কোন ভাজে।
নষ্ট ভাবনা আমার,
বোতাম খোলা কামার,
একান্ত ভিষণ বাজে।
ডুবে ডুবে যাই,
যতটুকু পাই,
রঙধনু খাজে খাজে।

সাদা শুভ্রতায়,
নিরব সরলতায়,
হারানো মন বাকে।
আকাশে জমা শীতলা
কারো ফেলে যাওয়া মন একেলা,
আমি বলবো কাকে?
মিশে আছি যে ঘ্রানে,
সদাই কাছে টানে,
হারিয়ে ফেলেছি যাকে।

চুরি করা সন্ধ্যায়,
ভুলে থাকা মন্দায়,
কফির ধোয়ায় সংগিহীন।
শুধুই বৃথা চেষ্টা,
বাড়িয়ে যায় তেষ্টা,
খুজে যাওয়া অন্তরীণ।
অভাব বোধের পরে,
সৃতিরা গেলে মরে,
একলা হৃদয় রঙ্গিন।

——————————
১৩ ডিসেম্বর, ২০২৪
মন্ট্রিয়াল ক্যানাডা।

মন্তব্য করুন