Skip to content

বাতাসে ভাসছে শব্দ- সুপ্রিয় ঘোষ

বাতাসে ভাসছে শব্দ,
উড়ন্ত বীজের মতো রোঁয়া তার গায়ে,
প্রতিনিয়ত যেন খুঁজে চলেছে প্রাসঙ্গিকতা।
কখনও অপরিহার্য থাকছে, সাহিত্যের সম্পৃক্ততায়,
কখনো বা হয়ে উঠছে চরিত্রায়ণের সার্থক রূপকার –
ভাল হোক, মন্দ হোক –
তখন সে এক সমালোচক
আর,
সৃজনশীল অনুসন্ধিৎসু মনের পরিচায়ক।
সংবেদী ভাবনারা তাদের নিয়েই সাজাতে পারে
সৃষ্টি-মেধার চূড়ান্ত নৈবেদ্য।
বিস্ময়ের জাগ্রত রূপ ধরে
যুক্তির সম্ভারে
সাজাতেও জানে, জীবনের উপপাদ্য।
তারপর, আপাত অকেজো শব্দরা
কেবলই ভাসল বাতাসে,
যন্ত্রণা, অসম্মান, অবহেলার ইতিহাসে
রইল না যারা,
পড়ে রইল মাটিতে,
নীরবে, নির্বিবাদে।
তবে, একদিন অকাট্য বাস্তবের প্রতিবাদে
সত্যের মহীরূহ হয়ে
একে একে সব অবহেলিত শব্দের হয়ে
মাথা হেট করে আমাদের দাঁড় করাবেই
– এ কথা নিশ্চয়ই।

মন্তব্য করুন