Skip to content

দূরত্ব কেন এত: মল্লিকা রায়

রৈখিক দূরত্ব রেখে গেলে
সে প্রত্যাশা আমারওতো ছিল,বারংবার সঁয়ে
এ আমার নিদ্রাভঙ্গ কাল্,চিহ্ন নেই কেন
আমিও এসেছি একই প্রত্নযুগ বয়ে ওদের মতন
সবটাই ছিল,জেগে দেখি বেদখল সব
আমিও তো হৃদঙ্গম স্নায়ুর সকাশে
কিছু তুর্য্য রেখেছি নিভৃতে, চোখেই পড়ে নি হায়
এ আমার কেমন বৈকল্য !
একত্রিত বসেছি গালিচা সেইসব ফুরালো সহসা
আমি এই বসতি নয় আর
ছিড়ে গেছে সব লেনদেন, সমূহ পরিচয়
কবে কোন শপ্তের বেলা, কে দিল সরিয়ে
পৃথক বলে দিলে ঠেলে শেষে
তখনও তো একেলা এ ভগ্নগ্রস্ত ভয়
তোমাদের বন্ধ দুয়ারে আমার আলেখ্য নেই আর
সহৃদয় হাতগুলো সরেছে সহসা
তোমরা আমার নও, ছিলে বুঝি ? থাকো নাই
আমিও কারুর নই আর
ঠেলে দিলে ফেলে দিলে, পড়ে আছি সহসায়
অস্তিত্ব হীনতায়। হে শষ্য বুভুক্ষ কালে
দু মূঠো অন্ন পাই যেন! স্থির হয়ে বসেছ আগুণ
সখাত সলিলে বসে মৃত্যুবীজ বোনো !

মন্তব্য করুন