Skip to content

খুকুর মন – শহীদ উদ্দীন আহমেদ

সূর্যি মামা দিচ্ছে হামা
পূবের ঐ আকাশে,
কিচির মিচির পাখির কুজন
আলোয় ভুবন হাসে!
ছোট্ট খুকি খুললো আঁখি
মিষ্টি যে তার হাসি,
মায়ের বুকে ভালবাসা
জমা রাশি রাশি।
ঘুম ভাঙ্গতে ভোরের হাওয়ায়
দুলছে খুকুর মন,
মায়ের কাছে খুকুই হলো
সাতটি রাজার ধন।
হাত পা নেড়ে বলছে খুকু
রইবো না আর ঘরে,
আলোর ভুবন দেখবো আমি
হৃদয় উজার করে।

Tags:

মন্তব্য করুন