জীবনের অহেতুক কোলাহল ঠেলে
মাঝে মাঝে উঁকি দেয় যেন কত মুখ,
কখনও মেঘের সাথি ওরা, কখনও বা বৃষ্টির সুখ।
কখন যে কী করে ওরা বোঝা দায় !
আমি দেখি ওদের ঝরে পড়া, পাতাদের অভিমানে,
আবার কখনও বা পরাগের ঘ্রাণে
ওরা, এক ঝাঁক প্রজাপতি হয়ে উড়ে যায়,
কখনও বা আরণ্য প্রাণ হয়ে মিশে যায়
সবুজের ভিড়ে,
মুকুলে মুকুলে খোঁজে নম্র ভালবাসা,
তারপর গুঁজে রাখে নরম পাঁজরে
গান্ধর্ব্য মিলনের আলাপী আয়োজনে।
আবার কখনও দেখি,
পলাশের রক্তিম আলিঙ্গনে ভিঁড়েছে শালিকের দলে,
কে জানে, কী টানে, কীভাবে, কেমনে
টানাটানি করে মন, কল্পনা দীপ জ্বালে, অশেষ,
অযাচিত এইসব ভাবনার নির্যাসে।
বুঝি এইভাবে উপলব্ধ বিশ্বাসে
বেড়ে ওঠে জীবনের গল্পটা বেশ।