Skip to content

খেলা গেছে চলে – আজিজ বিন নুর

দাঁত, নখ হাড়ের সমুদ্র লাগে পায়
আরো গভীর ধারালো অন্ধকার এসে
রক্তাভ ঠোঁটের ছেঁড়া লাগিয়ে মাথায়
বিবসনা মেয়েটিকে গেছে ভালবেসে!

খয়েরী নদীর মতো বিপন্ন স্রাবের থেকে
বেয়ে যায় পৃথিবীর নগ্ন আদিমতা
একটি খেলনা ভোর
ডাল-ভাত, আরশিকে
শোনাতে চেয়েছিল
যে তার আধো আধো কথা।

খেলনার দায় রেখে খেলা গেছে চলে
খেলে যাও খেলারাম নখরের বলে।

মন্তব্য করুন