আমি আকাশ দেখি, কিন্তু-
উড়ন্ত ঘুড়ি পাই না।
ধুসর রঙের এই বিশাল ক্যানভাসে-
কোথাও নেই কোন নীল।
শুকনো চুলের মতো,
শান্ত মেঘের ঝিল।
ঢেউয়ে ঢেউয়ে ভিজে শাড়ি,
ভাজ ভেংগে যায়।
বর্ষায় ঝরে ঝরে-
আমরা নিরুপায়।
আজ অর্ধলগ্ন চাঁদ উঠেছে-
সন্ধ্যা গড়িয়ে যেয়ে।
জোছনায় ভুল হয়েছে,
তোমার পিঠ বেয়ে।
যে আলোয় জ্বলো তুমি,
বহুবার মরেছি পুড়ে।
যতই থেকেছি কাছে,
কিংবা দূরে ঘুরে ঘুরে।
বিচ্ছেদের দুর্যোগে
তারা জ্বলা হাটা পথে,
হারিয়ে হারিয়ে খুজে পাই
মিথ্যে কথার ব্রতে।
যে মুক্তি চেয়েছি নিজের,
নিজেরই ধংস তাতে।
নানান বনে খুজেছি, কিন্তু-
পেয়েছি আপন ধারাপাতে।
মুঠো মুঠো নক্ষত্র মেখে মুখে,
দর্শন শাস্ত্রে ফাঁকি।
অনেক নিয়েছি শুধু-
দেয়াটাই কেবল বাকি।
আজ আকাশ জুড়ে নীল খুজি,
নিজের ভেতরে চোখ বুজি,
তোমার চোখে মন খুলে,
ভবিষ্যৎ এর স্বপ্ন পুঁজি।
উষ্ণতা বদলেছে সৌন্দর্যের,
তবুও শহর বদলের প্রয়াসে,
গ্রীষ্মের প্রতি আত্ব সমর্পণ-
এক গৌরবহীন ধৈর্য দর্পন।
ছিলো যারা শৈশবে,
একা করে গেছে তারা।
কৃষ্ণচূড়ার শুকনো ফুলে,
লালচে শহরে,
লালচে ভুলে ভুলে,
বকুলের গন্ধ দিশা হারা।
যা কিছু দেখি খালি চোখে, সব-
ভুল সাগরে ঢেউয়ের ফেনা।
সব ধোকা, সব ধোকা-
থোকায় থোকায় ধোকা কেনা।
আমি আজ আকাশ দেখি,
তুমিও আকাশ দেখো।
আমি রেখেছি আমাতে কিছু,
তুমিও কিছু রেখো।
…………………………
৩ সেপ্টেম্বর, ২০২৪।
মন্ট্রিয়াল, ক্যানাডা।