হাত বাড়ালেই দুঃখ কে ছুঁই
মন বাড়ালেই তোকে
সব আড়ালেই থাকিস রে তুই
লেপ্টে আমার বুকে।
দুঃখ কে তোর জমজ করে
আমায় দিয়ে একা
অনেক সুখে আছিস দুরে
আমার ভাগ্য রেখা।
অন্ধ বিবেক অক্কা গেছে
আবেগ দুরুদুরু
তোকে চাওয়ার হৃদয় বেচে
কিনছি শেষের শুরু।
শুরুর সাথে গুরুগম্ভীর
দুঃখ-কল্প খেলায়
ভীরু প্রেমের দিনগুলোর ভীড়
ঠেলে শেষের হেলায়।
এখন
মন বাড়ালেই শুন্যতা তোর
ক্ষণ বাড়ালেই আমার
মাখো মাখো দুঃখী যে ভোর
সাঁঝে শোকের খামার।