Skip to content

ঝরে পড়া প্রাণগুলোর জন্য

তারা কখনও বৃদ্ধ হবে না, যেহেতু আমরা বুড়ো হয়ে যাব; বয়স তাদেরকে ক্লান্ত করবে না,
বছরগুলোও দোষারোপ করবে না, সূর্য অস্ত যাওয়ার সময় এবং সকালের দিকে আমরা
যখন তাদেরকে স্মরণ করব; কখনও তারা তাদের প্রিয় সঙ্গীদের সহিত মিলিত হবে না, বসে
থাকবে না বসার জায়গায়, বাড়ির পরিচিত টেবিলগুলোতে,
যেহেতু তাদের আর শ্রমদান করতে হয়না আমাদের ব্যস্ত দিনগুলোতে…

(সংগৃহীত)

1 thought on “ঝরে পড়া প্রাণগুলোর জন্য”

  1. আনোয়ার হোসেন চৌধুরী

    আপনার কবিতা তো দেখি সবই সংগৃহীত… লেখা যেহেতু বুঝেই সংগ্রহ করেছেন তাহলে লিখে ফেলেন দু-লাইন তাতে অন্তত একটা অনু-কবিতাও হবে। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন