তারা কখনও বৃদ্ধ হবে না, যেহেতু আমরা বুড়ো হয়ে যাব; বয়স তাদেরকে ক্লান্ত করবে না,
বছরগুলোও দোষারোপ করবে না, সূর্য অস্ত যাওয়ার সময় এবং সকালের দিকে আমরা
যখন তাদেরকে স্মরণ করব; কখনও তারা তাদের প্রিয় সঙ্গীদের সহিত মিলিত হবে না, বসে
থাকবে না বসার জায়গায়, বাড়ির পরিচিত টেবিলগুলোতে,
যেহেতু তাদের আর শ্রমদান করতে হয়না আমাদের ব্যস্ত দিনগুলোতে…
(সংগৃহীত)
আপনার কবিতা তো দেখি সবই সংগৃহীত… লেখা যেহেতু বুঝেই সংগ্রহ করেছেন তাহলে লিখে ফেলেন দু-লাইন তাতে অন্তত একটা অনু-কবিতাও হবে। শুভ কামনা রইলো।